অবসাদগ্রস্ত নারীকে আত্মহত্যার পথ থেকে ফেরালেন সুষমা স্বরাজ

পরিবার থেকেও পরিবারের সঙ্গে না থাকার কষ্টটা জানেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ৷ রাজস্থানের জয়পুরের বাসিন্দা জ্যোতি আর পাণ্ডের স্বামী কর্মসূত্রে নিউজিল্যান্ডে থাকেন৷ জ্যোতি তার স্বামীর কাছে যাওয়ার জন্য তিনবার ভিসার জন্য আবেদন জানিয়েছেন৷ কিন্তু তিনবারই তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়৷

এরপর তিনি দ্বারস্থ হয়েছেন পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের কাছে৷ একাধিকবার পররাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে তার সমস্যার কথা জানিয়েছেন জ্যোতি৷ কিন্তু সুষমা স্বরাজের তরফ থেকে কোনও রকম প্রত্যুত্তর না পেয়ে পররাষ্ট্র মন্ত্রীকে তিনি সরাসরি আত্মহত্যার কথা জানিয়ে ট্যুইট করেন৷ আর তাতেই সঙ্গে সঙ্গে সুষমার তরফে সাহায্যের আশ্বাস মেলে৷

একমাস যাবত সাহায্য চেয়ে জ্যোতি রীতিমতন এই বিষয়টি নিয়ে অবসাদে ভুগছিলেন৷ তাই তিনি আর কোনও উপায় না দেখে সরাসরি আত্মহত্যার কথা জানিয়ে সুষমা স্বরাজকে ট্যুইট করেন৷ পাল্টা ট্যুইট করেন সুষমা স্বরাজও৷ তিনি জ্যোতির সমস্ত সমস্যার ব্যাপারে বিস্তারিত ভাবে জানতে চান৷

সুষমার তরফ থেকে জানানো হয়েছে, প্রতিদিন একাধিক ট্যুইট তাকে উদ্দেশ্য করে করা হয়ে থাকে৷ তাই তিনি হয়তো কোনও কারণে বিষয়টি খেয়াল করেননি৷ কিন্তু এবার থেকে এই বিষয়টি সম্পর্কে সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি৷

সুষমা জ্যোতিকে অনুরোধ করেছেন, ‘যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আত্মহত্যার মতন এই কঠিন পদক্ষেপ যেন তিনি গ্রহণ না করেন৷’ আর পররাষ্ট্র মন্ত্রীর আশ্বাস পাওয়ার পর অবসাদ কাটিয়ে নতুন করে আশা দেখছেন জ্যোতি।



মন্তব্য চালু নেই