বিমানবন্দরের সামনে আত্মঘাতী বিস্ফোরণ : দায় স্বীকার আইএসের

ঢাকায় বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ চেকপোস্টের অদূরে এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইনটেলিজেন্স গ্রুপ আইএসের আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। আমাক নিউজ এজেন্সিতে দাবি করা হয়েছে, ‘বাংলাদেশের রাজধানী ঢাকায় আত্মঘাতী হামলা চালানো হয়েছে।’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘নিহত ব্যক্তি হামলাকারী নন, তিনি বোমা বহনকারী। যেখানে বোমা বিস্ফোরিত হয়েছে তার ২০ ফুটের মধ্যেই ৮-১০ জন পুলিশ ছিল। পুলিশদেরকে দেখে তিনি সতর্ক হওয়ার চেষ্টা করেন তখনই বোমাটি বিস্ফোরিত হয়। তিনি চাইলে পুলিশের উপর আক্রমণ করতে পারতেন।’



মন্তব্য চালু নেই