বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2017/03/bb-fl20170323223924.jpg)
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা মাহামুদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৩ তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে (এফইপিডি) এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে অাগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
মন্তব্য চালু নেই