আন্তর্জাতিক সাইবার প্রতারকচক্রের ৩ সদস্য আটক

ফেসকবুক ও ই-মেইলের মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাতকারী আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের তিন বাংলাদেশি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদপুর হাই স্কুল থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-২-এর একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন- আফজাল আহমেদ (৩৩), শরীফ আলমগীর (৪৫) ও শরীফুল আহমেদ মোহন (২৩)।

র‌্যাব-২-এর মিডিয়া অফিসার এএসপি ফিরোজ কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারক চক্রের সদস্যরা ইন্টারন্যাশনাল কোম্পানির কর্মকর্তা পরিচয়ে ফেইসবুক ও ই-মেইলে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যোগাযোগ গভীর করে ও পরে প্রতারণার ফাঁদ পাতেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য চালু নেই