নোয়াখালীতে বিশ্ব পানি দিবস পালিত
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : “পানির সুষ্ঠ ও সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করি- বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীতে পালিত হল বিশ্ব পানি দিবস।
দিবসটি উপলেক্ষে সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. মাহে আলম।
এসময় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী রওশন আলম, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর উপ বিভাগীয় প্রকৌশলী আবদুল আহাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন প্রমুখ।
মন্তব্য চালু নেই