একটা জায়গা নিয়ে বড় বিপদে আছি : সেতুমন্ত্রী
পরিবহন সেক্টর নিয়ে বড় বিপদে আছেন বলে মন্তব্য করলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘একটা জায়গা নিয়ে বড় বিপদে আছি, সেটা হলো পরিবহন। এই একটি জায়গা ট্র্যাকে আনতে পারছি না।’
এ বিষয়ে একই মঞ্চে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, ‘সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া গাড়ি চালনা, যেখানে-সেখানে পার্কিং ইত্যাদি বিষয়গুলো কোনভাবেই কন্ট্রোলে আনতে পারছি না। আমাদের এখনো অনেক দুর যেতে হবে।’
ঢাকা সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন স্থানে ফুটপাতগুলো দখলমুক্ত করা হবে- উল্লেখ করে, তিনি আরো বলেন, ‘কিছুদিন আগেও ঢাকা সিটি কর্পোরেশনের ফুটপাতগুলো দখলমুক্ত করেছিলাম। কিন্তু আবারও সেগুলো দখল হয়ে গেছে। এ ভাবে ফুটপাত দখল হয়ে গেলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।’
এ লক্ষে আগামী ২১ ডিসেম্বর সংশ্লিষ্টদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।
মন্তব্য চালু নেই