মা ছেলে মুখ সামলান : আ.লীগ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গতকালের বক্তব্যের জবাবে এ সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা আশা করেছিলাম বেগম খালেদা জিয়া তার অর্বাচীন ছেলে তারেক রহমানের অশোভন, অশালীন এবং চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন কিংবা জাতির কাছে ক্ষমা চাইবেন। কিন্তু জাতিকে অবাক করে দিয়ে তিনি ছেলের সঙ্গেই সুর মিলিয়ে একই ধরনের বক্তব্য রেখেছেন। বিএনপিতে থাকাকালে অলি আহমেদ বলেছিলেন, ‘মা ভালো হলে ছেলে ভালো হবে। কিন্তু এরা মা-ছেলে দুটোই বদমাশ। গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বক্তব্যে এটা আরো একবার প্রমাণিত হলো, তারা মা ও ছেলে আসলে দুটোই বদমাশ।’
খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘দয়া করে নিজের এবং ছেলের মুখটা সামলান এবং দেশের মানুষের ওপর হামলা করার মানসিকতা পরিহার করুন। তাহলে দেশের মানুষ স্বস্তি পাবে। অন্যথায় দেশের মানুষের রোষাণলের আগুনে পুড়ে আপনি এবং আপনার ছেলে দুজনই দগ্ধ হবেন।’
বিএনপির অনেক নেতা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, এমন মন্তব্য করে তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার যে নেতারা বোরকা পরে হাইকোর্টে হাজির হন, যে ভারপ্রাপ্ত মহাসচিব চেহারা লুকানোর জন্য হরতালের দিনে হেলমেট পরে ঘুরে বেড়ান এবং যে নেতারা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, তাদেরকে নিয়ে তিনি চরম আন্দোলনের হুমকি দিয়েছেন। তাদের দিয়ে কি দুর্বার আন্দোলন সফল হবে? আর যখন সেনাপতি নিজেই যুদ্ধে নামার ঘোষণা দেন তখন ধরে নিতে হয় সেই সেনাপতি হেরে যাচ্ছেন। খালেদা জিয়ার আন্দোলনে নামার ঘোষণা তার আন্দোলনের ব্যর্থতারই ইঙ্গিত বহন করে।’
সরকারের সঙ্গে বিএনপি নেতাদের যোগাযোগ বিএনপি ভাঙার ষড়যন্ত্র কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘বিএনপিকে আমরা কোনো দল মনে করি না। বিএনপি ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়া ব্যক্তিদের নিয়ে গঠিত একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ দল ভাঙায় বিশ্বাস করে না। আমরা চাই বিএনপি শক্তিশালীভাবে রাজনৈতি কর্মকাণ্ড পরিচালনা করুক এবং আরো ঐক্যবদ্ধ থাকুক।’
মন্তব্য চালু নেই