আইসিসি র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি, সাকিবের পতন

র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি, সাকিবের পতন। গল টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ইনিংসে যথাক্রমে ৮৫ ও ৩৪ রান করা মুশফিক টেস্ট র‌্যাংকিংয়ের ছয় ধাপ এগিয়ে ২৯-এ উঠে এসেছেন। ব্যাটসম্যানদের মধ্যে উন্নতি হয়েছে সৌম্য সরকারের।

দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পাওয়া এই বাঁ-হাতি ব্যাটসম্যান ২৫ ধাপ এগিয়ে ৫৫-তে উঠে এসেছেন। আর বোলারদের মধ্যে এগিয়েছেন ডান হাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। চার ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ৩৬-এ এসেছেন তিনি।

তবে, ক’দিন আগেই টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠা সাকিব আল হাসান আবারও হারালেন শীর্ষস্থান। রেটিং পয়েন্টে ৩৮ পিছিয়েছেন তিনি। তার রেটিং পয়েন্ট এখন ৪০৩।

আর সাকিবের চেয়ে ৩১ পয়েন্ট এগিয়ে থেকে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন সময়ের অন্যতম সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর রেটিং পয়েন্ট এখন ৪৩৪।



মন্তব্য চালু নেই