মাগুরায় আইন শৃঙ্খলার উন্নয়নে মতবিনিময় সভা
মাগুরা প্রতিনিধি॥ মাগুরায় বৃহস্পতিবার মাগুরা জেলা পুলিশ এর আয়োজনে জেলার আইন শৃঙ্খলার উন্নয়নের লক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে অনুিষ্ঠত হয়।
সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যলোচনা করা হয়। এছাড়া মাদক,যৌন হয়রানি(ইভটিজিং),চুরি-ছিনতাই,সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল প্রতিরোধের উপর সভায় গুরুত্ব আরোপ করা হয়।
সভায় পুলিশের দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
পুলিশ সুপার মুনিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা প্রেসক্লাব সভাপতি শরিফ আমিরুল হাসান বুলু,এস আলম তুহিন, আইয়ুব খান, শফিকুল ইসলাম শফিক, প্রমুখ। এ মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও পদস্থ পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মাগুরা জেলা পুলিশ এ আয়োজন করে।
মন্তব্য চালু নেই