খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার রায় আগামী ৮ মার্চ ঘোষণা করা হবে। রবিবার (৫ মার্চ) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। এর আগে গত বুধবার (১ মার্চ) রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা আশবাদী মামলায় একমাত্র আসামি বদরুলের সর্বোচ্চ সাজার রায় ঘোষণা করা হবে। ৮ মার্চ সকাল সাড়ে ১১টায় বাংলায় এ রায় ঘোষণা করার কথা রয়েছে।’

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ৮ মার্চ নার্গিস হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে নার্গিসের মামলাটি মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়। এ মামলায় মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি আদালতে মামলার একমাত্র আসামি বদরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য দেন নার্গিস।

গত বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা শেষে বের হয়ে আসার সময় নার্গিসকে চাপাতি দিয়ে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। নার্গিসের ওপর হামলার পরদিন ৪ অক্টোবর বদরুলকে একমাত্র আসামি করে হত্যা চেষ্টার মামলা করেন তার চাচা আবদুল কুদ্দুস। ৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বদরুল। আদালত তাকে কারাগারে পাঠান। ৮ নভেম্বর নার্গিস হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরে ৫ ডিসেম্বর, ১১ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর আদালতে সাক্ষ্য দেন ৩৪ জন।



মন্তব্য চালু নেই