মদনে ওপেন হাউস ডে

প্রতিনিধি, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদন থানা প্রাঙ্গনে রোববার ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি মোঃ আব্দুস ছাত্তার আহম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মদন-খালিয়াজুরি সার্কেল মোঃ মাসুদ খান জুয়েল,মদন থানার ওসি মোঃ মাজেদুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল কদ্দুছ,কমিটির আহ্বায়ক ইফতেকার আলম চৌধুরী আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হেলাল উদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন আহম্মদ,ইউপি চেয়ারম্যান এন আলম, প্রেসক্লাব সভাপতি মোঃ আল-আমীন তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাদিন উদ্দিন দুলাল প্রমূখ। সভায় উপজেলা থেকে মাদক ও জুয়া নির্মূল করার জন্য শপথ গ্রহন করা হয়।



মন্তব্য চালু নেই