নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ
ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ডে আজ (সোমববার) ঢাকায় আসছেন।
সফর শেষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ডের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি আগ্রহ থেকেই তাকে ভাষা শহীদদের এ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে, একুশের প্রথম প্রহরে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।
ঢাকা সফরকালে বোর্গ ব্রেন্ডে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষাকে ছডিয়ে দিতেই একুশে ফেব্রুয়ারিতে আমন্ত্রণ জানানো হয়েছে বোর্গ ব্রেন্ডকে৷
জানা গেছে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকায় এলেও তার এই সফরকালে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশে নরওয়ের বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতার মতো বিষয়গুলো নিয়েও দুই পক্ষ আলোচনা করবে।
সমুদ্র অর্থনীতির ওপরে বিশেষ জ্ঞান আছে নরওয়ের। তাই দেশটির সঙ্গে এ বিষয়েও একটি কাঠামো চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ।
মন্তব্য চালু নেই