ভারতীয় ক্রিকেটের নতুন ‘বিরাট’কে চিনে নিন!

ভারতীয় ক্রিকেটে নতুন বিরাট। তবে তিনি কোহলি নন। মুম্বইয়ে মুস্তাক আলি টুর্নামেন্ট থেকে প্রাপ্তি বিরাট সিং। একজন ডানহাতি। অন্যজন বাঁ-হাতি। একজন নায়ক। অন্যজন ভবিষ্যতের। একজনের পিছনে আঠেরো। অন্যজনের পিছনে আট। এত অমিলের পরেও তারা এক।

কারণ দু’জনেই বিরাট। একজন কোহলি, অন্যজন সিং। মুম্বাইয়ে মুস্তাক আলি টুর্নামেন্টের পর নতুন বিরাটকে নিয়ে মজে ভারতীয় ক্রিকেট। পূর্বাঞ্চলকে মুস্তাক আলি চ্যাম্পিয়ন করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন এই বিরাট ৷ ৩৪ বলে ৫৮ রান করে তিনিই এখন নতুন নায়ক৷

১৯৯৭ সালে ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে বিরাট সিংয়ের জন্ম। ১৯ বছরের এই ক্রিকেটার প্রথম নজরে আসেন ২০১২ সালে। মাত্র ১৪ বছরেই অনূর্ধ্ব ১৯ দলে তার অভিষেক। ভিনু মানকড ট্রফিতে পাঁচ ইনিংসে ১৫২ রানে কর্তাদের চোখে পড়ে। বিজয় হাজারে তার অভিষেক ২০১৩ সালে। তিন বছরের আগে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলেছেন। এবার টার্গেট ভারতীয় দল। সবমিলিয়ে, বিরাটের দলে নতুন বিরাটকে দেখার অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরা।



মন্তব্য চালু নেই