স্মৃতিসৌধে জুতা পায়ে সাংসদ
লক্ষ্মীপুরে মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য নিয়ে স্মৃতিসৌধে জুতা পায়ে উঠলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জাতীয় পার্টির সাংসদ আবু নোমান। এ সময় তার সহযোগীসহ ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগ নামধারী অনেককেই জুতা পায়ে স্মৃতিসৌধে উঠতে দেখা যায়।
একদিকে ফুল অন্যদিকে স্মৃতিসৌধে অবাধে জুতা পায়ে ওঠায় শহীদদের কতটুকু মর্যাদা দেওয়া হচ্ছে- এমন প্রশ্ন এখন সচেতন মহলের। এর আগে রাত ১২টা এক মিনিটে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বণিক সমিতি, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়ন, জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা একের পর এক ফুল দিয়ে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান।
মন্তব্য চালু নেই