দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি : সিইসি
নতুন নির্বাচন কমিশনের প্রধান কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন। এছাড়া তিনি আন্তরিকতার সহিত সার্থকভাবে দায়িত্ব পালনের আশাবাদ বক্ত করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে জাতীর বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নতুন নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসময় কে এম নুরুল হুদা আরও বলেন, এই মুহূর্তে বিস্তারিতভাবে কথা বলার সময় হয়নি। আমরা এখনও বসতে পারিনি। সেই সাথে নতুন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে তাদের কোন ক্রীয়া-প্রতিক্রীয়া নেই বলেও জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
মন্তব্য চালু নেই