নোয়াখালী সেনবাগে ১৫ দোকানে ডাকাতি
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ১৫টি দোকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ওই দোকানগুলো থেকে অন্তত ১০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রোববার দিবাগত রাত ৩টার দিকে কুতুবেরহাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল জানান, গভীররাতে অস্ত্রধারী একদল ডাকাত বাজারে প্রবেশ করে বাজারে দায়িত্বে থাকা ৩জন নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ফেলে। পরে ডাকাতদল বাজারের ১৫টি দোকানের তালা ভেঙে নগদ টাকা’সহ অন্তত ১০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে তিনি’সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য চালু নেই