সুজানের সঙ্গে ফের বিয়ের জল্পনায় পানি ঢাললেন হৃত্বিক

কাবিল মুক্তি পাওয়ার পর সুজানকে যেভাবে হৃত্বিকের সঙ্গে দেখা যাচ্ছিল। তাতে মনে হতেই পারে হয়তো বা সম্পর্কটাকে স্বাভাবিক করে নিতে চাইছেন তারা। এ নিয়ে বিস্তর জল্পনাও শোনা গিয়েছে। ফাইনালি সব জল্পনা ওড়াতে মুখ খুললেন হৃত্বিক নিজে। সাফ জানিয়ে দিলেন, সুজান বা সে কেউই এরকম কিছু ভাবছে না।

এক সংবাদমাধ্যমকে হৃত্বিক জানিয়েছেন, “আমি খুব খুশি। এবং সম্পূর্ণ। আমার চারপাশে অনেক ভালবাসা। নিজের কাজ করেও আমি খুব খুশি। আমার মনে হয় না এই মুহূর্তে আমার কোনও অভাব রয়েছে। আর বিয়ে বা জীবনসঙ্গী তো আর পরিকল্পনা করে পাওয়া যায় না। তাই আপনি কখনওই বিয়ের পরিকল্পনা করতে পারেন না।”

এরপরই তারকাসুলভ ভঙ্গিতে বলিউডের এই নায়ক বলেন, “আমি আর সুজান খুব ভাল বন্ধু। আমরা এখনও একে অপরকে ভালবাসি। কেয়ার করি।” তবে কী সেই ‘বন্ধুত্ব’, ‘ভালবাসা’ই তাদের বারবার মুখোমুখি দাঁড় করাচ্ছে! হবে হয়তো!

তাহলে কঙ্গনার কেসটা? হৃত্বিকের সাফ কথা, “আমি যা ছিলাম, তাই আছি। কোনওএ কিছুই আমাকে টলাতে পারবে না। আমি কাউকে কোনও দোষ দেব না, অভিযোগ করব না, কৈফিয়তও দেব না। এটাই আমার জীবনদর্শন।” সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই