দেশের প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার
বেগম কামরুন নাহার প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে রোববার তথ্য অধিদফতরে যোগদান করেছেন। এর মাধ্যমে তথ্য অধিদফতর প্রথমবারের মতো একজন নারী প্রধান তথ্য কর্মকর্তা পেল।
এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়। তিনি বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ছিলেন। চাকরি জীবনে গত ৩১ বছর ধরে সরকারের বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বেগম কামরুন নাহার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, কর্মজীবন শেষ করায় রোববার তথ্য অধিদফতরের সদ্য সাবেক তথ্য অফিসার ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা এবং বেগম কামরুন নাহারকে প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
মন্তব্য চালু নেই