গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিধান মুখার্জী, গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি : দেশের প্রথম ও একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলা দুইটায় কেক কাটা ওঁ বেলুন ওড়ানোর মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার আবু মোহম্মদ মোকাম্মেল।

এসময় তিনি গবিসাসের উত্তরোত্তর অগ্রযাত্রা কামনা করে বলেন, ‘সৎ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গবিসাস এগিয়ে যাবে এবং বরাবরের মত বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহায়ক হবে’।

গবিসাসের সভাপতি এস এম আহমেদ মনি এবং সাধারণ সম্পাদক তাজবিদুল ইসলামের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে গবিসাসের প্রতিষ্ঠাতা আসিফ আল আজাদ,উপদেষ্টা ওমর ফারুক সোহান, মেহেদী তারেক, ক্যাম্পাসে কর্মরত সকল সাংবাদিক এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই