সাতক্ষীরার দেবহাটায় মৌসুমী ভিত্তিক কৃষি ঋণ বিতরন
সাতক্ষীরার দেবহাটার পারুলিয়াস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা “আইডিয়ালের” পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় দেবহাটা অঞ্চলের সুবিধা বঞ্চিত দরিদ্র কৃষকদের মাঝে ২০১৫ চক্রের জন্য মৌসুমী ভিত্তিক কৃষি ঋণ বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্য্যালয় চত্বরে শুরু হয়েছে। আইডিয়ালের পরিচালক কৃষিবিদ ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ঋন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসীমউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কৃষি শ্রমিকের ক্ষমতায়ন প্রকল্পের ব্যাবস্থাপক আহসানুল ইসলাম মিঠু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার অন্যতম সিনিয়র প্রোগ্রাম অফিসার (ঋণ কার্যক্রম) শাহাদাত হোসেন। অনুষ্ঠানে কর্মকর্তাবৃন্দ জানান, প্রাথমিক ঋণের পরিমান ছিল ৩,০০০০০ (তিন লক্ষ) টাকা। পর্যায়ক্রমে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোট ঋণ দেয়া হবে ২০,০০০০০ (বিশ লক্ষ) টাকা। ঋণ বিতরনকালে উপস্থিত উপকারভোগীরা বলেন, তারা এই মৌসুমী ঋনের টাকায় তাদের জমিতে মৌসুমী ভিত্তিক সবজি ও ফলমূল চাষ করে বর্তমানে তারা স্বাবলম্বী হয়েছেন সাথে সাথে তাদের ছেলে মেয়েরা ভালভাবে লেখাপড়া করতে পারছে। এ জন্য তারা অত্র সংস্থার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মন্তব্য চালু নেই