এবারও ৮১৩ মিলিয়ন ডলার ঋণের প্রত্যাশা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, গত বছর ৮১৩ মিলিয়ন ডলার এডিবি থেকে ঋণ সহায়তা পাওয়া গেছে। চলতি বছরও একই পরিমাণ ঋণ পাওয়ার প্রত্যাশা রয়েছে। পাশাপাশি বাড়তি কিছু অনানুষ্ঠানিক ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিবি। সেগুলোও পাওয়ার আশা রয়েছে।

বুধবার সচিবালয়ে তার দফতরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জাং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এডিবির ভাইস প্রেসিডেন্ট বাৎসরিক সৈাজন্য ভ্রমণে এসেছিলেন। তার সঙ্গে বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে।



মন্তব্য চালু নেই