সভাপতি পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা না করার ইঙ্গিত পাপনের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচনে সভাপতি পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা না করার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার আইসিসি মিটিং থেকে ফিরে রাজধানীর ধানমন্ডির বেক্সিমকো অফিসে প্রেসমিটে তিনি বলেন, “সভাপতি হিসেবে আর আগ্রহী নই। আমি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত। এতো সময় দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।”
বিসিবি সভাপতি আরো বলেন, এখনো নির্বাচনের ৬ মাস বাকি রয়েছে, এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলকে আরো ভালো পর্যায়ে পৌঁছে দিতে চাই।
এছাড়াও পরিবারের পক্ষ থেকে দায়িত্ব কমানো কথাও জানিয়েছেন পাপন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিন বছর দায়িত্ব পালনের সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহ-সভাপতি মনোনীত হন আ হ ম মোস্তফা কামাল। এতে বিসিবির সভাপতির পদ শূন্য হয়। পরে নাজমুল হাসানকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করে সরকার।
ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী সরকার বিসিবি’র প্রধানকে মনোনয়ন দিয়ে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৪তম সভাপতি হিসেবে দায়িত্ব নেবার পূর্বে পাপন ২০০৮ সাল থেকে আবাহনী ক্রিকেট দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য চালু নেই