মা-ছেলের সঙ্গে জন্মদিন উদযাপন রোনালদোর
রবিবার ৩২ বছরে পা দিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার বিরতিতে মা ও ছেলের সঙ্গে ছোট পরিসরে সেই জন্মদিনের উদযাপনটা সেরে নিলেন রিয়াল মাদ্রিদ তারকা।
চতুর্থবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর মা ডালোরেস ছেলের ৩২তম জন্মদিনের উৎসবের ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। জন্মদিনের কেক, ছেলে আর নাতির সঙ্গে তোলা ছবির ক্যাপশনে লিখেছেন জন্মদিনের ‘শুভেচ্ছা’।
রিয়াল মহাতারকা এদিন সেলিব্রেশনের সময়টাও পেয়ে গিয়েছেন অদ্ভুতভাবে। রিয়াল মাদ্রিদের রবিবার খেলার কথা ছিল সেল্টা ভিগোর বিপক্ষে। কিন্তু ম্যাচের আগে প্রবল ঝড়ে সেল্টার স্টেডিয়াম রিও অ্যালটো বালাইদোসের ছাদের কিছু অংশে ক্ষতি হয়। ফলে ছাদের সংস্কর শেষ না হওয়া পর্যন্ত খেলা স্থগিত রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। আর এই সুযোগে নিজের জন্মদিনের কেক কেটে ফেলেন সিআর সেভেন।
মন্তব্য চালু নেই