সাংবাদিক হত্যা: মেয়র মীরু ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিক শিমুলকে খুনের দায়ে শাহজাদপুর পৌর মেয়র মিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(৫ ফেব্রুয়ারি) রাতে মিরুকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জেজ জেলার শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হচ্ছেন হালিমুল হক মীরু।
রোববার (৫ ফেব্রুয়ারি) মিরুকে দলীয় সদস্য পদ থেকেও বহিষ্কার করে আওয়ামী লীগ। গত ২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে মেয়র মীরুর ছোট ভাই হাসিবুল হক পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। পরে মেয়রের বাসা থেকে পুলিশ পিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে বিজয় মাহমুদকে মারপিটের ঘটনার প্রতিবাদে বিকেলে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করে তার সমর্থকরা।
মিছিলের ওপর বারংবার নিজের শর্টগান থেকে গুলি ছোঁড়েন মেয়র মিরু। অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত মেয়রকে গুলি ছুঁড়তে নিষেধ করলেও মিরু তা মানেননি। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মেয়রের ছোঁড়া গুলিতে মারা যান।
এঘটনায় মেয়র ও তার ভাইসহ ১৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম।
মন্তব্য চালু নেই