২২৪ রানে ইনিংস ছেড়ে দিল বাংলাদেশ

জিমখানা মাঠে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে সকালে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই-আড়াইশ রানে অলআউট হওয়ার হাত থেকে বাঁচার ক্ষেত্রে ইনিংস ঘোষণার বিকল্প ছিল না। বাংলাদেশ দল সে পথেই হেঁটেছে। ৮ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে ইনিংস ছেড়ে দিয়েছে।

বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৮ রান করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ১০৬ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। ৫২ রান করেছেন সৌম্য সরকার। ৭৩ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন সৌম্য।

সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ৩৩ রান। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ এবং লিটন দাস ২৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৪ রানে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।

বল হাতে ভারত ‘এ’ দলের অনিকেত চৌধুরী একাই নিয়েছেন ৪টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন চামা মিলিন্দ, বিজয় শংকর, শাহবাজ নাদিম ও কুলদীপ যাদব।



মন্তব্য চালু নেই