বর্ষীয়ান নেতা সুরঞ্জিতের শেষকৃত্যের আগে যত আনুষ্ঠানিকতা

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে রবিবার ভোররাতে তার মৃত্যু হয়। পারিবার সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার সুনামগঞ্জে তার গ্রামের বাড়িতে শেষকৃত্য হবে। তার আগে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।

রবিবার সকাল ৯টায় হাসপাতাল থেকে জিগাতলার বাসায় নেওয়া হবে। সেখান থেকে বেলা ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে মরদেহ। বিকাল ৩টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা।

সংবদ ভবন থেকে ঢাকা মেডিক্যালের মরচুয়ারিতে তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সোমবার সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সিলেটে। সিলেট থেকে তাকে সুনামগঞ্জে তার নির্বাচনি এলাকা শাল্লা, সেখান থেকে দিরাইয়ে নেওয়া হবে। দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সুরঞ্জিতের মৃত্যুর খবরে হাসপাতালে উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ানকে হারিয়েছি।’



মন্তব্য চালু নেই