মাগুরায় সাংবাদিক শিমুল হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন-সমাবেশ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দৈনিক সমকালের সাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের চৌরঙ্গী মোড় এলাকায় প্রেসক্লাবের সামনে শনিবার দুপুরে সমকাল সুহৃদ সমাবেশ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে সমকাল সুহৃদ সমবেশ মাগুারা জেলা কমিটির সভাপতি সৈয়দ বারিক আনজাম বারকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি বুলু শরীফ, সাংবাদিক সাইদুর রহমান জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, লালন গবেষক অধ্যক্ষ তপন বসু, কবি সাগর জামান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও সমকাল মাগুরা জেলা প্রতিনিধি অলোক বোস প্রমুখ।
বক্তরা অবিলম্বে সাংবাদিক আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধন ও সমাবেশে জেলায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য চালু নেই