বইমেলায় প্রধানমন্ত্রীসহ ছয় রাজনীতিকের বই

অমর একুশে বইমেলার পর্দা উঠেছে আজ বুধবার। মাসব্যাপী এ বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ছয় রাজনীতিবিদের বই প্রকাশ হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩টি প্রবন্ধ নিয়ে ‘আগামী প্রকাশনী’ একটি গ্রন্থ প্রকাশ করেছে। ‘নির্বাচিত প্রবন্ধ’ বইটিতে রয়েছে ভাষা আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লিখিত ‘ভালোবাসি মাতৃভাষা’, ২০০২ সালে প্রকাশিত ‘বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা’, ১৯৯৮ সালে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি নিয়ে লেখা ‘স্মৃতি বড় মধুর স্মৃতি বড় বেদনার’, বাঙালির স্বাধিকার আন্দোলন নিয়ে ২০০১ সালে লেখা ‘সংগ্রামে আন্দোলনে গৌরব গাঁথায়’, ১৯৯৯ সালে লেখা ‘বৃহৎ জনগোষ্ঠীর জন্যে উন্নয়ন’, ‘সহেনা মানবতার অবমাননা’, ‘প্লিজ, সাদাকে সাদা কালোকে কালো বলুন’, ‘একটি স্মরণীয় অভিজ্ঞতা’ এবং ১৪ আগস্ট ১৯৯১ সালে লেখা ‘অনর্জিত রয়ে গেছে স্বপ্নপূরণ’ প্রবন্ধ সংকলিত হয়েছে এ নির্বাচিত প্রবন্ধে।

বইটির মধ্যে রয়েছে ‘শেখ মুজিব আমার পিতা’, ‘সাদাকালো’, ‘বিপন্ন গণতন্ত্র, লাঞ্ছিত মানবতা’, ‘দারিদ্র্য দূরীকরণ : কিছু চিন্তাভাবনা’, ‘সহেনা মানবতার অবমাননা’, ‘বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম,’, ‘ওরা টোকাই কেন’, ‘আমরা জনগণের কথা বলতে এসেছি (জাতীয় সংসদে ভাষণ ১৯৮৭-১৯৯৮)’ ‘লিভিং ইন টিয়ার্স’, ‘পিপল অ্যান্ড ডেমোক্রেসি’, ‘ডেমোক্রেসি প্রভার্টি অ্যালিমিনেশন অ্যান্ড পিস’, ‘ডেমোক্রেসি ইন ডিসট্রেস ডিমান্ড হিউম্যানিটি’ এবং ‘জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ (যৌথ সম্পাদনা)।

এছাড়া এবারের বইমেলায় ‘লিভিং ইন টিয়ার্স’, ‘পিপল অ্যান্ড ডেমোক্রেসি’, ‘ডেমোক্রেসি প্রভার্টি অ্যালিমিনেশন অ্যান্ড পিস’ এবং ‘ডেমোক্রেসি ইন ডিসট্রেস ডিমান্ড হিউম্যানিটি’ বই তিনটির পুনর্মুদ্রণ প্রকাশিত হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অমর একুশে বইমেলায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘সোনালী দিনগুলি’ প্রকাশ পেয়েছে। বইটি প্রকাশ করেছে চন্দ্রবতী একাডেমি। এছাড়া গত বইমেলায় উৎস প্রকাশনী অর্থমন্ত্রীর রচনাবলি ১০ খণ্ডে প্রকাশিত হয়েছে। এর আগে প্রকাশনা সংস্থা ইউপিএল-এর ‘হিস্টোরি অব বাংলাদেশ : এ সাবকন্টিনেন্টাল সিভিলাইজেশন’ নামক বইও থাকছে এবারের বইমেলায়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
রবার্ট পেইনের লেখা ‘পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু’ শিরোনামের গ্রন্থটির অনুবাদ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা চারুলিপি।

এছাড়া এর আগে তার ৯টি গ্রন্থও এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। গ্রন্থগুলো হলো- যখন সাংবাদিক ছিলাম, Bangladesh : A Revolution Betrayed, বাংলাদেশের হৃদয় হতে, এই বিজয়ের মুকুট কোথায়, তিন সমুদ্রের দেশে, মেঘে মেঘে অনেক বেলা, রচনা সমগ্র, কারাগারে লেখা অনুস্মৃতি : যে কথা বলা হয়নি, নির্বাচিত কলাম ও গাংচিল।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
অগ্রণী ব্যক্তিত্বদের জীবনীনির্ভর সাক্ষাৎকারভিত্তিক নির্বাচিত ২৫টি সাক্ষাৎকার নিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের দুই খণ্ডে ‘বেলা অবেলা সারাবেলা’ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ
বইমেলায় প্রথমবারের মতো ‘ছাত্রলীগের ইতিহাস’ শিরোনামে একটি বই লিখেছেন সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। বইটি প্রকাশ করেছে শব্দশৈলী প্রকাশনী। মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাচ্ছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন
ছাত্রলীগের সভাপতির মতো সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের লেখা বইও রয়েছে এবারের বইমেলায়। তার প্রথমবার প্রকাশিত লেখা বইয়ের নাম ‘আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ’। বইটি প্রকাশ করেছে মাতৃভূমি প্রকাশন। এ বইটিও মেলায় প্রথম দিন থেকে পাওয়া যাচ্ছে।



মন্তব্য চালু নেই