দুর্গাপুর ক্ষুদে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর পৌরসভায় ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যাপিঠ দি চাইল্ড প্রিপারেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে সোমবার।
স্কুলের হেড অব দি প্রোগ্রাম দেবী মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুসং ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
বিশেষ অতিথি ছিলেন – প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক এ.কে.এম ইয়াহিয়া, সংশ্লিষ্ঠ ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল আকরাম খাঁন, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ধীরেশ পত্রনবীশ। অন্যান্যদের মধ্যে মহিলা কলেজের প্রভাষক সাথী মজুমদার, আঁখি মজুমদার, শিক্ষক প্রনব পন্ডিত, দীপা রায়, সাবেক শিক্ষিকা সবিতা সাহা প্রমূখ।
এরপর ১৬টি বিষয়ে শিশুদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই