ডিমলায় শিশু ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
হামিদা আক্তার, (নীলফামারী) : “শিখবে শিশু হেসে খেলে, শান্তি মুক্ত পরিবেশ পেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩০ জানুয়ারী সকাল হতে আর্ন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা দিবস/১৭ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার কাজল চন্দ্র রায়, যোগেন্দ্রনাথ সেন, নিজ সুন্দরখাতা সপ্রাবি এর প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রমূখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ক্রীড়া প্রিেতযোগীতায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউর ইসলাম। প্রকাশ, গত ২৯ জানুয়ারী থেকে আর্ন্ত ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়া যে সব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদেরকে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়। অপরদিকে উপজেলার ১০ টি ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস্টার গুলোকে ৫ টি স্তরে ভাগ করে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/১৭ উপলক্ষে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হয় বাবুর হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। উল্লেখ্য, মেলায় মাল্টিমিডিয়া, বিষয় ভিত্তিক শিক্ষা উপকরনসহ বিভিন্ন শিক্ষাবান্ধব স্টলগুলি শোভা পায়। যা দেখে কমলমতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হযেছে।
মন্তব্য চালু নেই