বেগমগঞ্জে ধর্ষিতার আত্মহত্যা
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফুলবানু (১৮) নামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় লোকলজ্জায় আত্মহত্যা করেছে ওই গৃহবধূ। ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফলবানু কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আলাইয়াপুর গ্রামের ব্যাপারী বাড়ীর দিনমজুর আবুল কাশেমের মেয়ে। নিহতের পিতা আবুল কাশেম অভিযোগ করে বলেন, শনিবার দিবাগত রাত ১১টার দিকে পাশ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর অম্বরনগর এলাকার আব্দুল খালেকের ছেলে সোহাগ প্রকাশ ইয়াবা সোহাগ (২৮) তাদের ঘরে ডুকে তার মেয়ে ফুলবানুকে ধর্ষণ করে। এসময় তিনি ঘরে ঠুকলে সোহাগ দ্রুত পালিয়ে যায়। পরে তিনি বিষয়টি স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধিকে জানান। স্থানীয়রা জানান, রোববার ভোরে ফুলবানুকে ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে ঘরের আড়ির সাথে ফুলবানুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় বাড়ীর লোকজন। নিহত ফুলবানুর এক চাচাতো ভাইয়ের স্ত্রী সোহাগকে সহযোগিতা করেছেন বলেও জানান স্থানীয়রা। স্থানীয়রা আরো জানান, গত ৬ মাস আগে সেনবাগ পৌরসভার অর্জুনতলা গ্রামের ফুলবানুর বিয়ে হয়। বিয়ের পর থেকে বেশি সময় ফুলবানু তার বাবার বাড়ীতে থাকত। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, ভিকটিমের পরিবারের লোকজনকে থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য চালু নেই