হাতব্যাগে সাড়ে ৪ কেজি স্বর্ণ, যাত্রী আটক

শনিবার ১৩ ডিসেম্বর দুপুর ২টার দিকে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে হাতব্যাগ থেকে প্রায় সাড়ে চার কেজি স্বর্ণসহ মো. রিয়াজুল ইসলাম (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

১০ তোলা ওজনের ৩৮টি স্বর্ণের বার নিয়ে বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য সোয়া ২ কোটি টাকা।

শুল্ক কর্তৃপক্ষের (প্রিভেনটিভ বিভাগ) সহকারী কমিশনার রুহুল আমিন বলেন, সৌদি থেকে আসা এসভি-৮০৮ ফ্লাইটে শাহজালালে নামার পর থেকেই গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজুলের গতিবিধি লক্ষ্য করা হয়। এরপর গ্রিন চ্যানেল (ডিজিটাল স্ক্যান যন্ত্র) অতিক্রম করার সময় ৩৮টি স্বর্ণের বার (৪ কেজি ৪শ ২০ গ্রাম) সহ ধরা পড়ে।

আটক রিয়াজুলের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরা থানায়। সে কেন এবং কোথায় এই স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় মামলা করে তাকে থানায় সোপর্দ করা হবে বলে জানান রুহুল আমিন।



মন্তব্য চালু নেই