কলারোয়া বুঝতলা বিবিআরএনএস বিদ্যালয়ে নবীন বরণ

কামরুল হাসান, কলারোয়া : কলারোয়ার সীমান্তবর্তী বিবিআরএনএস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার শিক্ষা সামগ্রী বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি আহ্সান কবীর টুটুলের সৌজন্যে এ শিক্ষা সামগ্রী ও পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। আহ্সান কবীর টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আলোচকগণ বিদ্যালয় প্রাঙ্গনে আগামী ২১শে ফেব্রয়ারীর মধ্যে একটি শহীদ মিনার নির্র্মাণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। যাতে ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুুষ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলি, সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম মিজানুর রহমান, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দীক, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. কামাল রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর আজাদ ও সহকারী শিক্ষক (এসিটি) এস এম জিন্নাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন-অর-রশীদ, আ’লীগ নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য আনারুল ইসলাম, নূরুল ইসলাম, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, ওলিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য ডা: রেজাউল করিম রেজা, স্কুলের শিক্ষক শহিদুল ইসলাম, ইউনুছ আলী, আব্দুল মান্নান, গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল, আনারুল ইসলাম, ওবাইদুর রহমান, বনি আমিন, শিক্ষিকা কামরুন নাহার, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভপতি আব্দুল মোমিন, যুবনেতা জাকির হোসেন, ডালিম হোসেন, সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দার প্রমুখ। এদিকে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন ও মাল্টি মিডিয়া কক্ষ উদ্বোধন এবং ৬ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে ১টি করে স্কুলব্যাগ, ক্যালেন্ডার ও ডায়েরি প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই