কলারোয়া লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুলে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের কেএল আদর্শ হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন ভর্তি কৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কেএল আদর্শ হাইস্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেএল আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম,ইউপি সদস্য নূর হোসেন জুলু, কামরুজ্জামান, সাইফুল ইসলাম, আবু তাহের, আনিছুর রহমান, কবিরুল ইসলাম, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, মনিরা খাতুন, ফেরদৌস আরা, লাঙ্গলঝাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের, শিক্ষক সিরাজুল হক, হাফিজুর রহমান, লাঙ্গলঝাড়া সম্মিলিত হাই স্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান, মাসুদ পারভেজ লাকী ও লাঙ্গলঝাড়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস সাহানা, কদবানু, নারায়ন চন্দ্র মন্ডল, আনোয়ার হোসেন, আঃ রাজ্জাক, ইকবাল হোসেন,কেএল হাইস্কুলের সকল শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটি, পিটি এ কমিটির সভাপতি রেজাউল করিমসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও নবীনদের বরণ করা হয়।
মন্তব্য চালু নেই