কোম্পানীগঞ্জে জঙ্গি সন্দেহে ২ ছাত্র আটক
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা এলাকা থেকে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টতা থাকার সন্দেহে ২ ছাত্রকে আটক করেছে র্যাবের এনকাউন্টার টেরিজম ক্রাইমবাঞ্চ। রোববার দিনগত রাত ২টার দিকে তাদের ২জনকে বসুরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আমজাদুল ইসলাম রাসেল (২৩) ওই উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের নাছির উদ্দিনের ছেলে ও আবু আবদুল্লা ইসতিয়াক (১৭) ওই উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের চরকাকড়া গ্রামের সারোওয়ার হোসেন লিটনের ছেলে। আমজাদুল ইসলাম রাসেল ঢাকা উত্তরা বিশ্ববিদ্যালয়ের ৭ম সেমিষ্টারের ছাত্র ও আবু আবদুল্লা ইসতিয়াক এবার বসুরহাট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষাথী। কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী জানান, রোববার রাতে বসুরহাট এলাকা থেকে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টা থাকার অভিযোগে আমজাদুল ইসলাম রাসেল ও আবু আবদুল্লা ইসতিয়াক নামে ২ ছাত্রকে গ্রেফতার করেছে এনকাউন্টার টেরিজম ক্রাইমবাঞ্চ। পরে তাদেরকে রাতেই ঢাকা নিয়ে যায় এনকাউন্টার টেরিজম ক্রাইমবাঞ্চ প্রধান শওকত আলী।
মন্তব্য চালু নেই