রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন রোববার
জাতীয় সংসদে রোববার ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সংসদে ভাষণ দিয়ে থাকেন। এরপর তার বক্তব্যের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে মাসব্যাপী আলোচনা হয়।
এ ছাড়া ওদিন বিকেল ৪টায় সংসদের ১৪তম অধিবেশন শুরু হলেও কিছুক্ষণের জন্য তা মুলতবি রাখা হবে। সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্য মারা গেলে অধিবেশন শুরুর পর শোক প্রস্তাব এনে এ বিষয়ে আলোচনার পর সংসদের বৈঠক মুলতবি করা হয়।
মন্তব্য চালু নেই