সপ্তাহে বেতন ৬৭২ কোটি টাকা, ম্যাঞ্চেস্টার সিটি নেমে পড়ল মেসিকে আনতে
লিওনেল মেসির জন্য বার্সেলোনা’কে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দিল ম্যাঞ্চেস্টার সিটি। আর্জেন্তিনীয় তারকাকে পাওয়ার জন্য বার্সা’কে ১০০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৮২৫ কোটি টাকা) এবং মেসিকে সপ্তাহে ৮০০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৬৭২ কোটি টাকা) দিতে তৈরি ম্যান সিটি আধিকারিকরা।
ইংল্যান্ডের একটি সংবাদপত্র জানিয়েছে, রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে মেসিকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে গত মাসে দুই ক্লাবের শীর্ষকর্তাদের আলোচনা হয়েছিল। প্রাথমিক আলোচনা থেকে যে নির্যাস বেরিয়ে আসে তাতে আকাশছোঁয়া মূল্য দিয়েই মেসি’কে ম্যান সিটিতে নিয়ে আসা সম্ভব।
এই মুহূর্তে ইপিএলে খুব ভাল জায়গায় নেই পেপ গুয়ার্দিওলার দল। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ম্যান সিটি। কিন্তু ক্লাবের ইঙ্গিত, মেসির জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করতে তারা শঙ্কিত নন। ম্যান সিটি’র মধ্যপ্রাচ্যের মালিকরা ক্লাবকর্তাদের নির্দেশ দিয়েছেন, মেসির জন্য বিপুল অর্থ খরচ করা যেতেই পারে।
তবে মেসি’র ক্লাব ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রাক্তন বার্সা তারকা জাভি হার্নান্দেজ। তিনি বলেছেন, ‘‘আমার বিশ্বাস মেসি দ্রুত নতুন চুক্তিতে সই করবে। মেসি’কে নিয়ে অনেক গুঞ্জনই শোনা যায়। কিন্তু ও বার্সেলোনাতেই থাকবে। ম্যান সিটির প্রস্তাবকে ফিরিয়ে দেবে।’’
মন্তব্য চালু নেই