ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনের পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আ. আব্দুস সাত্তার (৬০) এবং টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকায় মো. জানু ফকির (৭০)।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন অর রশিদ জানান, বিকেলে ৪টার দিকে আব্দুস সাত্তারকে এবং সন্ধ্যা ৬টার দিকে জানু ফকিরকে ইজতেমা ময়দান থেকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৬) যারা যান।

উল্লেখ্য, শুক্রবার থেকে এবারের বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব শুরু হচ্ছে। এ পর্বে যোগ দিচ্ছেন দেশের ১৭ জেলার মুসল্লিরা।



মন্তব্য চালু নেই