ভোটের আলোচনার মধ্যেই ডিসিসিতে নতুন প্রশাসক
শিগগিরই নির্বাচন দেওয়া নিয়ে আলোচনার মধ্যেই ঢাকার দুই সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছেন পাট অধিদপ্তরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মন। আর দক্ষিণের প্রশাসক হিসাবে নিযোগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত মোস্তফা।বুধবার তাদের নিয়োগ দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পাতিবার এই আদেশ প্রকাশ করে।আইন অনুযায়ী ছয় মাস তারা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। তবে এ দুই কর্মকর্তার নিয়োগের আদেশে মেয়াদের বিষয়টি উল্লেখ করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব এসএম শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিয়োগ দিয়েছি। মেয়াদ নির্ধারণ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।”এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্ব চালিয়ে আসা মো. ফারুক জলিলকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে থাকা মো. ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।২০০২ সালের এপ্রিলে ভোটের পর ২০০৭ সালের মে মাসে অবিভক্ত ডিসিসির নির্বাচনের মেয়াদ শেষ হয়।এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময় দুই বার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন জটিলতায় তা ভেস্তে যায়।এরপর ২০১১ সালের ৩০ নভেম্বরে ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণ ও ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তর নামে দুই ভাগ হয় ডিসিসি। আইন পরিবর্তন করে এতে ছয় মাস মেয়াদে প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়।পঞ্চম দফা নিয়োগ পাওয়া দুই প্রশাসকের মেয়াদ ফুরিয়ে আসায় গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্বাচন আগামী জানুয়ারিতেই অনুষ্ঠানের তাগিদ দেন বলে গণমাধ্যমে খবর আসে। তবে মন্ত্রিপরিষদ সচিবের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কিছু বলা হয়নি।পরদিন আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, এতো অল্প সময়ে নির্বাচন করার প্রস্তুতি কমিশনের নেই।“জানুয়ারিতে এ নির্বাচন কেন করব? আমাকে সময় দিতে হবে। তফসিল ঘোষণার জন্যও প্রস্তুতির দরকার রয়েছে।”মেয়াদোত্তীর্ণ ডিসিসি দুই ভাগের নির্বাচন অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ ভাগে সীমানা জটিলতার কথাও তিনি তুলে ধরেন।“এ কথা খুব পরিষ্কার- আমরা অনেক আগে থেকে রেডি। কিন্তু দক্ষিণে যেমন সীমানা বাড়াতে চাইছে, তেমনি উত্তরেও বাড়ানোর প্রস্তাব রয়েছে। এখনও ওপরের চাপ থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্রুত সীমানা পুনর্নির্ধারণ করে দিয়ে আমাদের অনুরোধ জানাতে পারে।”ঢাকা সিটির দক্ষিণ ভাগে সুলতানগঞ্জের একাংশ ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে যুক্ত হওয়ার কথা। দক্ষিণ ভাগে উত্তরা ১১ থেকে ১৪ নম্বর সেক্টরের একাংশ ও দক্ষিণগাঁও এলাকার একটি মৌজা ঢাকা দক্ষিণ ভাগে যুক্ত হওয়ার বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব রয়েছে।
মন্তব্য চালু নেই