সাভারে র্যাবের অভিযানে একজন নিহত, তিনটি আগ্নে অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : সাভারে র্যাব-৩ এর অভিযানে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত এক যুবক মারা গেছে। এসময় টুটুল নামে একজনকে তিনটি অস্ত্রসহ আটক করে র্যাব সদস্যরা।
মঙ্গলবার ভোরে আমিনবাজারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকায় মৃত লিয়াকত আলীর বাড়িতে এ অভিযান চালায় র্যাব-৩ এর সদস্যরা।
কাউন্দিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম মামুন জানান এলাকাটিতে র্যাবের অভিযানের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান। এসময় র্যাব সদস্যরা লিয়াকত আলীর ছেলে টুটুলের কক্ষে পরে থাকা যুবকের রক্তাক্ত দেহ দেখালে তাকে চেনন না বলে জানান তিনি। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্রসহ র্যা ব সদস্যরা টুটুলকে আটক করে নিয়ে যায় বলে জানান তিনি।
মায়ের অভিযোগের ভিত্তিতে এর আগে এলাকায় বেশ কয়েকবার আটককৃত মাদকাসক্ত টুটুলের বিচার হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
এদিকে নিহত যুবক ও আটককৃত টুটুল স্থানীয় গাংচিল বাহিনীর সদস্য বলে ধারনা করছে আইন শৃঙ্খলা বাহিনীরক্ষাকারি বাহিনী।
মন্তব্য চালু নেই