চাটখিলে মাছ ব্যবসায়ী ডেঙ্গুকে জবাই করে হত্যা, ঘাতক আটক
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলায় পূণ্য প্রকাশ ডেঙ্গু (৩৪) নামে এক মাছ ব্যবসায়ীকে জবাই করা করে হত্যা করেছে বিধান নামে এক সন্ত্রাসী। এসময় স্থানীয় বাজারের ব্যবসায়ীরা তাকে আটক করে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় দশঘরিয়া বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত পূণ্য ওই উপজেলার দশঘরিয়া ইউনিয়নের দশঘরিয়া গ্রামের প্রিয়লাল দাসের ছেলে। আটককৃত বিধান একই ইউনিয়নের দাস বাড়ির নেপাল দাসের ছেলে। স্থানীয়রা জানায়, দশঘরিয়া মাছ বাজারে দুপুর সাড়ে ১২টার দিকে মাছ ব্যবসায়ী পূণ্যকে মাছ বিক্রিকালে হঠাৎ করে বিধান এসে একটি ধারালো চুরি দিয়ে জবাই করে। এতে পূণ্য ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় এলাকাবাসী ঘাতক বিধানকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ নিয়ে বাজার এলাকায় চরম উত্তেজনা ও আতংক বিরাজ করছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক বিধানকে আটক করা হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য চালু নেই