‘পদ্মা সেতুর ৪০ ভাগ সম্পন্ন হয়েছে’
পদ্মা সেতু নির্মাণ কাজের ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে শতভাগ কাজ সম্পন্ন হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর বহুমুখী প্রকল্পের জাজিরা এ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি অংশের ৮ কিলোমিটার এ্যাপ্রোচ সড়কের উদ্ধোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথা সময়ে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে। এজন্য এ বহুমুখী সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ লক্ষ্যে মাওয়া সংযোগ সড়ক শত ভাগ, মাওয়া সার্ভিস এরিয়া ও সড়ক শতভাগ, এছাড়া ২০টি কালভার্ট ও ৫টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন শরিয়তপুর-১ আসনের সাংসদ এবিএম মোজাম্মেল হক, পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন ।
মন্তব্য চালু নেই