মারজানের মৃত্যুতে কোণঠাসা হয়ে পড়বে জঙ্গিরা

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকার জঙ্গি নেতা নুরুল ইসলাম ওরফে মারজান ও সাদ্দাম নিহত হয়েছে।

শুক্রবার ধানমণ্ডির বাসায় সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সঙ্গী সাদ্দামসহ জঙ্গিনেতা নুরুল ইসলাম ওরফে মারজান নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যতগুলো জঙ্গি ধরা পড়েছে বা মারা গেছে, তাদের মধ্যে মারজান ছিল মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট। আর সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদের মৃত্যুতে জঙ্গিরা আরও কোণঠাসা হয়ে পড়বে।’

তিনি এ সময় হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জঙ্গিবাদের পথ পরিহার না করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। তাই সময় থাকতে অন্যান্য জঙ্গিদের এ পথ পরিহারের আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল।

পুলিশের ভাষ্য, নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম ওরফে মারজান ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘অপারেশন কমান্ডার’ ছিলেন। আর উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গি কার্যক্রমে জড়িত ছিলেন নিহত সাদ্দাম।



মন্তব্য চালু নেই