এবারই আইটেম গানে নাইলা নাঈম

‘ভাইকংস’ব্যান্ড দলের ভোকালিস্ট তন্ময় তানসেন ইতোমধ্যেই তার দ্বিতীয় চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। সিনেমার নাম ‘রানআউট’। দীর্ঘ দশ বছর পর ‘রানআউট’ ছবির গানের মাধ্যমে ফিরেছে জনপ্রিয় ব্যান্ড দল ‘ভাইকংস’। আর এই সিনেমায় এই প্রথম আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে নাইলা নাঈমকে।

তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ ছবির আইটেম গানে পারফর্ম করবেন নাইলা। আইটেম গানের শুটিং মে মাসের ১৬, ১৭ তারিখ থেকে শুরু হবে। সম্প্রতি শেষ হয়েছে ছবিটির শুটিং।

এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা সজল ও মৌসুমী নাগ। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, রোমানা স্বর্ণা, সাবিহা আজিজ এবং তানভীর হাসান প্রবালসহ আরো অনেকে। ছবিটি প্রযোজনা করছেন সাদাত মাহমুদ তানভীর। ছবির গল্প লিখেছেন রফিকুল ইসলাম পল্টু।

ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে খুব তাড়াতাড়ি সেন্সরে জমা দেওয়া হবে। তারপর ছাড়পত্র পেলে রোজার ঈদের পরপরই ছবিটি মুক্তি দেয়া হবে।



মন্তব্য চালু নেই