কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ “সমাজ সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার সকাল ১০ টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের নেতৃত্বে সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, পৌর কমিশনার এস এম মফিজুল ইসলাম, অধ্যক্ষ ইউনুস আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আতিকুজ্জামান, উপজেলপা কৃষি অফিসার মহসিন আলী, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, মনিরুল ইসলাম মনি, আফজাল হোসেন হাবিল, আঃ হামিদ, এস এম মনিরুল ইসলাম ও বিভিন্ন এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কামরুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন নির্মল কুমার হাজরা। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় উপজেলায় ১লাখ ৭৮ হাজার টাকা বয়স্ক ভাতা ও সুদমুক্ত ১ লক্ষ টাকা ঋণ বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া উপজেলার গণ মৈত্রী এনজিও’র পরিচালক মেহেদী হাসান।



মন্তব্য চালু নেই