কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০১৭ বিভিন্ন কর্মসূচির মধ্য দিযে পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো: ‘সমাজসেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন’।
সোমবার উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত দিবসের কর্মসূচির মধ্যে ছিলো-র্যালি, ঋণ বিতরণ ও আলোচনা সভা। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেরা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।
উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বিমিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এসএম আতিকুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, পল্লি সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আনারুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, উপজেলা পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা মুমতাছিম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আফজাল হোসেন হাবিল, রবিউল হাসান, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, পৌর কমিশনার এস এম মফিজুল হক, অধ্যক্ষ ইউনুস আলীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এনজিও কর্মী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন নির্মল কুমার হাজরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন গণমৈত্রীর পরিচালক মেহেদী হাসান। সভাশেষে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ৫ জনের মাঝে ১ লাখ টাকা সুদমুক্ত ঋণ ও ৫ জনকে ১৫০০ টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই