ক্যান্সারের ঝুঁকি বেশি কিডনি রোগে আক্রান্ত নারীদের!

সম্প্রতি ক্লিনিক্যাল জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজিতে (সিজেএএসএন) প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, যে নারীরা কিডনির নানা জটিলতায় ভুগছেন এবং স্তন বা সার্ভিক্যাল ক্যান্সার বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণে নেই, তাদের যেকোনো সময় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এই নারীদের ঝুঁকি অন্যান্য নারীর তুলনায় অনেক। ক্রনিক কিডনি ডিজিসে (সিকেডি) আক্রান্ত নারীদের ক্ষেত্রে স্তন ও সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে। এই ঝুঁকি মূত্রনালী, হজম-সংক্রান্ত অংশ এবং স্তনের ক্ষেত্রে ভয়াবহ আকারে দেখা দিতে পারে।

কিডনি রোগের নানা উপসর্গ দেখা দিচ্ছে কিংবা ডায়ালাইসিস চলছে এমন বয়স্ক নারীদের স্তন ও সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি কম বয়সীদের তুলনায় অনেক বেশি থাকে। সিকেডি রোগীদের ৬১ শতাংশ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সিকেডি স্টেজ ৩-তে থাকা নারীদের ৫৪ শতাংশ, সিকেডি স্টেজ ৪ বা ৫-এ থাকা নারীদের ৩৭ শতাংশ এবং ডায়ালাইসিস চলে এমন নারীদের ২৬ শতাংশের স্তন ক্যান্সার দেখা দেয়। একই ধরনের ফলাফল মেলে সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রেও বলে জানিয়েছেন গবেষকরা।



মন্তব্য চালু নেই