জনপ্রিয়তা পেয়েছে ‘টুগেদার ফর সিরিয়া’স রিলিফ’

সৌদি আরবে ‘টুগেদার ফর সিরিয়া’স রিলিফ’ শিরোনামে একটি প্রচারণা কর্মসূচি চালানো হচ্ছে। দীর্ঘ সময় ধরে যুদ্ধ বিধ্বস্ত সিরীয় নাগরিকদের সাহায্যার্থেই এই প্রচারণা চালানো হচ্ছে। গতকাল শুক্রবার পর্যন্ত এ কর্মসূচির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে ২৭ কোটি ৯৪ লাখ চার হাজার ৩১৮ সৌদি রিয়াল। প্রচারণা চালানোর মোট তিন দিনে এই অর্থ জমা পড়েছে।

প্রচারণা এখনো চলছে। সংগ্রহকৃত অর্থের মাধ্যমে সিরীয়দের কাছে নিজেদের সাহায্য পৌঁছে দেবে সৌদি আরব। ‘টুগেদার ফর সিরয়া’স রিলিফ’ কর্মসূচিটি সরাসরি সম্প্রচার করছে সৌদি টেলিভিশ চ্যানেল ওয়ান। সৌদি বাদশাহ সালমানের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুরো দেশব্যাপী এ প্রচারণা চালানো হচ্ছে। বাদশাহ এর জন্য বরাদ্দ দিয়েছেন ১০০ মিলিয়ন সৌদি রিয়াল আর নিজের অর্থ থেকে দিয়েছেন ২০ মিলিয়ন সৌদি রিয়াল।

SA2310000020188888000100 হিসেব নম্বরে সৌদির ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকের (আল আহলি ব্যাংক) মাধ্যমে অর্থ সাহায্য পাঠানো যাবে।



মন্তব্য চালু নেই