শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবি : ২ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ার তারাগঞ্জ এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ট্রলারের কমপক্ষে ২০ যাত্রী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, নরসিংদীর শিবপুর উপজেলার পাড়াতলা গ্রামের আব্দুল হাই বাবুলের ছেলে আতিক (২৫) ও অজ্ঞাত এক শিশু (৩)।

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পুলিশ, উপজেলা ও ইউনিয়ন প্রশাসনের সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধার কাজে যোগ দিয়েছেন।



মন্তব্য চালু নেই