সুষ্ঠ না হওয়ার শংকায় নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কর্তৃক ভয়ভীতি প্রদান, হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ডাঃ এ, কে, এম, জাফর উল্যাহ। বিকেল ৪টায় তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুরস্থ তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ডাঃ এ, কে, এম, জাফর উল্যাহ বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে তিনি চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। কিন্তু তার প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনিত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন হুমকি ধমকি ও বাধার শিকার হচ্ছেন। শুধু তাই নয় ডাঃ এ, বি, এম, জাফর উল্যাহ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ায় দলীয় ও ব্যাক্তি শক্তির অপব্যবহার করে প্রত্যেক উপজেলায় পেশিশক্তি প্রদর্শন করে ভোটারদের একত্রিত করে তার স্বপক্ষে ভোট প্রদানের জন্য হুমকি এবং প্রকাশ্যে ভোটারদের টাকা প্রদান করছেন। যা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের শামিল। তিনি আরো বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লংঘন করে দলের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় এমপিদের কে বিশেষ করে জনৈক প্রভাবশালী এমপি’কে দিয়ে আমার স্বপক্ষে ভোটার ও কর্মীদেরকে ডেকে এবং মোবাইল ফোনে আওয়ামী লীগ প্রার্থীর টেবিল ফ্যান প্রতীকে ভোট প্রদানের জন্য চাপ প্রয়োগ করছেন। বিভিন্ন সময় আমার কর্মী ও সমর্থক ভোটারদেরকে পুলিশি হয়রানী এবং ২৫/১২/২০১৬ইং তারিখে আমি একজন প্রার্থী হওয়া সত্ত্বেও আমার বাড়ীতে কবিরহাট থানার ওসিকে দিয়ে আমাকে হয়রানী করছেন। এছাড়াও ইতিমধ্যে তারা নেতাদেরকে নির্দেশ দিয়েছে যে ভোটের দিন ভোটাররা যেন প্রকাশ্যে তাদের সামনে টেবিল ফ্যান প্রতীকে ব্যালট পেপারে সিল দেয়। উপরে উল্লেখিত প্রতিবন্ধকতা সমূহের মাঝে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ না হওয়ার আশংকা করছেন তিনি। তাই তিনি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, রিটানিং অফিসার, ভোট কেন্দ্রে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও নির্বাচন পর্যবেক্ষকদের কাছে আবেদন করেছেন। এছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী ও প্রত্যেক কেন্দ্রে সি সি টিভি ক্যামেরা চেয়েও আবেদন করেছেন তিনি। উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর নোয়াখালীর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই